• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুখের সঙ্গে মানানসই রোদচশমা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মে ২০১৭, ১২:৫৫

রোদচশমা আমাদের নিত্যব্যবহার্য এক্সেসরিজের অন্যতম একটি। চোখের স্বাস্থ্য রক্ষায় এর গুরুত্ব অপরিসীম। আর তাই চশমা বাছাইয়ের ক্ষেত্রে চোখের স্বাস্থ্য এবং স্বস্তির দিকে নজর দিতে হবে।

রোদ থেকে বাঁচতে চোখে রোদচশমা ব্যবহার করেন অনেকেই। আবার স্মার্ট লুকের জন্য ও রোদচশমা এখন ফ্যাশনের একটি অঙ্গ। চোখ ঢেকে মুখের সৌন্দর্য বাড়াতে রোদচশমাই একমাত্র উপায়।

কিন্তু সবার মুখে সবরকম রোদচশমা মানায় না। আর তাই মুখের সঙ্গে মানানসই রোদচশমা নির্বাচন করতে হবে।

তাহলে জেনে নিন কি রকম মুখে কি ধরনের রোদচশমা সৌন্দর্য বাড়ায়।

  • পান আকৃতির মুখে সবসময় বিপরীতমুখী বর্গাকৃতির গ্লাস মানায়। এক্ষেত্রে গ্লাসের উপরের দিকটা নিচের দিকের থেকে একটু বেশি চওড়া হবে। এখন এই ধরনের রোদচশমার চাহিদাও খুব আর ট্রেন্ডিও।
  • গোল আকৃতির মুখের জন্য আয়তক্ষেত্রাকার এবং কৌণিক আকৃতির বড় ফ্রেমের রোদচশমা নির্বাচন করা যেতে পারে।
  • ডিম্বাকৃতি মুখের জন্য খুব বড় বা খুব ছোট গ্লাস না নিয়ে মাঝারি আকৃতির রোদচশমা নেওয়া উচিত। বিপরীতমুখী বর্গাকৃতির ফ্রেমের গ্লাসও এই ধরনের মুখে বেশ ভালো লাগে।
  • আয়তক্ষেত্রাকার মুখে বৃত্তাকার ও বড় ফ্রেম ভালো মানায়।
  • শক্ত চোয়াল এবং বড় কপাল যাদের তারা সরু, পাতলা ও নরম প্রান্তের রোদচশমা নিতে পারেন।
  • এখন রোদচশমায় গাঢ় রং খুব ট্রেন্ডি। নীল, সবুজ, লাল, কমলার মতো রঙের প্রাধান্য দেখা যায়। চাইলে কয়েকটা শেডেরও রোদচশমা মিলবে।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh