• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শরীর ঠাণ্ডা রাখবে যেসব শরবত

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ মে ২০১৭, ১৩:৫৯

গরমের সময় আমাদের শরীরে তাপমাত্রা সূর্যের উত্তাপের কারণে বেড়ে যায়। তবে কিছু পানীয় রয়েছে যা ভেতর থেকে শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এসব পানীয় খুব সহজে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন।

এছাড়া গরমের এ সময়টিতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অ্যালকোহল ও ক্যাফেইনযুক্ত খাবার গ্রহণের কারণেও অনেক সময় শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই এ সময় এসব খাবার এড়িয়ে চলতে হবে।

গরমের এ সময় শরীরকে বশে রাখতে বাড়তি সর্তকতার পাশাপাশি প্রচুর পানি পান করা উচিত।

গরমকে রুখতে পানীয়ের বিকল্প নেই। আর এসব পানীয় আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন।

তাহলে জেনে নিন তেমন কিছু পানীয় সম্পর্কে।

শসা ও ব্রকোলি জুস : ব্রকোলি ও শসা ছোট ছোট টুকরো করে মিক্সিতে দিয়ে দিন। তবে শসার খোসা ছাড়িয়ে নিতে হবে।

এবার এতে ১ টেবিল চামচ মধু ও স্বাদ ব্যাল্যান্সের জন্য এক চিমটি লবণ দিন। চাইলে এতে অল্প লেবুর রসও দিতে পারেন।

ভালো করে ছেঁকে নিয়ে পান করুন।

টমেটোর জুস : টমেটো ভিটামিন সিতে পরিপূর্ণ। ফলে এটা আপনাকে শক্তি দেবে। ওপরের খোসা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে একটু চাট মশলা ও মধু দিয়ে ভালো করে রস বের করে নিন। তৈরি হয়ে গেলো টমেটো জুস।

লেবুর সরবত : এক গ্লাস পানিতে একটি গোটা লেবুর রস বের করে নিন। এতে স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে মিশিয়ে ঠাণ্ডা করে নিন। চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন। আর সর্দি থাকলে স্বাভাবিক তাপমাত্রায় রেখেই পান করুন লেবুর শরবত।

তরমুজের জুস : তরমুজ ছাড়িয়ে ভিতরের বিচি বের করে নিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল তরমুজের জুস।

পুদিনা আইস টি : পুদিনা পাতা শরীর ঠাণ্ডা করে। চায়ের লিকার ফোটানোর সময় কয়েকটি পুদিনা পাতা দিয়ে দিন। লিকার হয়ে গেলে, ছেঁকে ঠাণ্ডা করে বা বরফ দিয়ে পান করুন।

গাজরের রস : গাজরের রসে আপনি চাইলে চাট মশলা দিয়ে পান করতে পারেন। গাজরে এমনিতেই একটু মিষ্টি ভাব থাকে। ফলে আলাদা করে চিনি না দিলেও চলবে।

কমলালেবুর রস : অরেঞ্জ জুস বা কমলালেবুর রস বের করে অল্প চিনি বা মধু দিয়ে খেলে গরমেও পেট পরিষ্কার থাকবে। পেটের সমস্যা হবে না।

লাচ্চি : দইয়ের সঙ্গে পানি মিশিয়ে নিজের পছন্দ মতো ঘনত্বে আনুন। এতে এক চিমটি লবণ ও ১ চা চামচ চিনি মিশিয়ে নিন। এবার মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিন। এটি শরীরের পক্ষেও ভালো। খেতেও সুস্বাদু।

ডাবের পানি : ডাবের পানি গরমের সময় পান করা সবচেয়ে উপকারী। সুযোগ পেলেই ডাবের পানি পান করুন। শরীর ঠাণ্ডা থাকবে। আপনিও সুস্থ থাকবেন।

আরকে/এসএস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh