• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বন্ধু নির্বাচনে সতর্কতা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ আগস্ট ২০১৬, ১৬:২০

'বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও' মুকুল দত্তের লেখা এবং হেমন্ত মুখার্জীর গানটি বন্ধুর প্রটি ভালোবাসার অন্যতম নিদর্শন। বন্ধুবিহীন জীবন কি কল্পনা করা যায়। জীবনে চলার পথে বন্ধু দরকার। তবে বন্ধু নির্বাচনের বিষয়ে সতর্ক হতে হবে। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। জেনে নেয়া যাক বন্ধু নির্বাচনে কোন দিকগুলো গুরুত্ব দিতে হবে।

  • ভালো বন্ধুর অন্যতম বৈশিষ্ট্য বিশ্বাস। বিশ্বস্ত বন্ধুই আপনার সমস্যা বুঝবে এবং সামনের দিকে এগিয়ে চলতে সাহায্য করবে।
  • স্কুল জীবনে বন্ধুদের সঙ্গেই দীর্ঘদিন সম্পর্ক টিকে থাকে। না বুঝেই গড়ে ওঠে ছেলেবেলার এই বন্ধুত্ব যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরো গভীর হয়ে থাকে।
  • তবে একটি বিষয় বন্ধুর কোন বয়স হয় না। সমবয়সী কেউ বন্ধু হবে তাও ঠিক নয়। যে কোন বয়সের মানুষই বন্ধু হয়ে উঠতে পারে। এমন কি পরিবারের ভাইবোন থেকে মা-বাবা সবাই বন্ধু হতে পারে। সামাজিকভাবে বিপদগ্রস্থ মানুষের কল্যাণে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া ব্যক্তিটিও একজন বন্ধু।
  • বিপদের সময়কার বন্ধুই প্রকৃত বন্ধু। যে বন্ধু আপনার খারাপ সময়ে দূরে সরে থাকে। এমন বন্ধুর সঙ্গ থেকে বিরত থাকুন।
  • যে ব্যক্তি অন্যকে হেয় করে অথবা মানসিক নির্যাতন করে। এমন মানুষকে বন্ধু তালিকা থেকে বাদ দিন।
  • নিজ স্বার্থে যে ব্যক্তি বন্ধুকে খারাপ পথে ঠেলে দেয়। সেসব কৌশলী বন্ধুর সংস্পর্শ এগিয়ে চলুন।
  • প্রভাব বিস্তারকারী বন্ধুর সঙ্গ থেকে নিজেকে দূরে রাখুন। বন্ধুত্বের সম্পর্কে কেউই শ্রেষ্ঠ নয়। সামাজিকভাবে কে কোন জায়গাতে অবস্থান করছেন। এসব বিবেচনায় কখনোই বন্ধুত্ব হয়না।

শুধু মেলামেশা করলেই বন্ধু হয় না। বন্ধু তিনিই যে আপনার ভুলগুলো ধরিয়ে দেয়। আপনাকে খুশি রাখার জন্য প্রশংসা করে ঠিকই, কিন্তু পেছনে কুৎসা বলে বেড়ায় তিনি কখনোই বন্ধু নয়।

আর কে /

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh