• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুখী দাম্পত্যের পরামর্শ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ আগস্ট ২০১৬, ১৭:০৭

প্রতিটি মানুষের চাওয়া থাকে সুখী দাম্পত্য জীবন। আর সেই চাওয়া পূর্ণ করতে আপনাকেই কিছু বিষয় মেনে চলতে হবে। ঘরের সুখই প্রকৃত সুখ। দাম্পত্য জীবনে যদি সুখ না থাকে তবে কর্মক্ষেত্রে এর প্রভাব পড়বে। তাই জেনে নেয়া যাক দাম্পত্য জীবন সুখী রাখার কয়েকটি দরকারি পরামর্শ।

সম্পর্ক হোক বন্ধুত্বের

স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যে বন্ধুত্বভাব বজায় রাখলে অনেক সমস্যাই দূরে থাকবে।

ক্ষমা

ভুল মানুষ মাত্রই করে। এমন কিছু ঘটলে মাথা ঠান্ডা রেখে স্বামী অথবা স্ত্রীকে ভুলটা ধরিয়ে দিন। ক্ষমা করার পর আগের ভুল নিয়ে কখনো কথা বলবেন না।

দায়িত্ব

পরিবারের সকলের দায়িত্ব আপনার কাধেই। তাইতো অফিসে কাজের দোহাই দিয়ে নিজের কাজ বউয়ের ওপর চাপিয়ে দেবেন না।

চিনুন-জানুন

দুই পরিবারের দুজন মানুষের মধ্যে কিছু অমিল থাকতেই পারে। বিয়ের পর দুজন-দুজনকে সময়দিন একে অপরকে চিনুন এবং জানুন। তাহলে অন্যের কানকথা সম্পর্কের মাঝে বিভেদ তৈরি করতে পারবে না।

অফিসের কাজ, অফিসেই থাক

অফিসের কোন সমস্যার জের প্রিয় মানুষটির ওপরে ফেলবেন না। আপন মানুষের সঙ্গে নিয়মিত রাগ দেখালে দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে।

বন্ধুকে নিয়ে কম মাতামাতি


বন্ধুকে নিজেদের ব্যক্তিগত জীবনের মাঝখানে স্থান দেবেন না। আপনার প্রিয় মানুষটির সঙ্গ কাটুক শুধু ভালোবাসায়।

সারপ্রাইজ

বিয়ের বহু বছর পরেও সামান্য সারপ্রাইজ আপনাদের দুজনের প্রেমকে নতুনভাবে জাগিয়ে তুলতে পারে। আর সেই সারপ্রাইজটি হতে পারে প্রিয় মানুষের পছন্দের ফুল কিংবা খাবার অথবা ভিন্ন কিছু।

আর কে /

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh