• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৈশাখকে বরণ করতে রঙ বাংলাদেশ’র প্রস্তুতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ এপ্রিল ২০১৭, ১৪:৪৭

শুরু হয়ে গেছে বাঙালির প্রাণের বৈশাখ বরণের প্রস্তুতি। ভেতরে ভেতরে সবাই তৈরি হচ্ছে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য।

নানা সমস্যা যন্ত্রণা সত্ত্বেও বাঙালি ঠিকই বৈশাখের প্রথম প্রহরে বরণ করে নেবে বছরের প্রথম দিনটিকে। পুরনোকে বিদায় জানিয়ে সবাই মেতে উঠবে নতুনের আবাহনে। এই উদযাপন নতুন পোশাক ছাড়া একেবারেই অসম্ভব।

আর তাই সময়কে রাঙানোর ব্রত নিয়ে দেশীয় ফ্যাশন নিয়ে রঙ বাংলাদেশের রয়েছে নানা আয়োজন।

রঙ বাংলাদেশ এবারের অভিযাত্রায় সৃজনের প্রেরণা হিসেবে গ্রহণ করেছে পটুয়া কামরুল হাসানের চিত্রকলা আর সন্দেশের ছাঁচের নকশা। নিজেকে পটুয়া পরিচয়ে যিনি স্বাচ্ছন্দ বোধ করতেন সেই কামরুল হাসানের চিত্র কলার বিভিন্ন অবয়ব, রেখা ও রঙের উপস্থিতি আমাদের ঐতিহ্যের পরিচায়ক।

রঙ বাংলাদেশের পোশাক ক্যানভাসে এবার দেখা যাবে তারই প্রতিফলন। আর সন্দেশের ছাঁচের অনবদ্য নকশাকে পোশাকে উপস্থাপনের অনন্যতা এবারের বৈশাখ কালেকশনের বিশেষ বৈশিষ্ট্য।

বরাবরের মতো শাড়িই এবারের বৈশাখ সংগ্রহের মূল আকর্ষণ। সূতি, হাফসিল্ক, ও মসলিনে তৈরি করা হয়েছে। এছাড়া সালোয়ার-কামিজের রেঞ্জটিও উল্লেখযোগ্য। মূলত সুতি প্রধান। বৈশাখ সংগ্রহের অন্যান্য পোশাক যেমন মেয়েদের সিঙ্গেল কামিজ, ছেলেদের পাঞ্জাবি ইত্যাদি ও সুতিকাপড়ে তৈরি।

আরকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh