• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মুখের সঙ্গে মানানসই ভ্রু

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মার্চ ২০১৭, ১৩:১৩

চোখের আসল সৌন্দর্য ঘন টানা ভ্রু। এক জোড়া সুন্দর ভ্রু সাজে এনে দিতে পারে পরিপূর্ণতা। ভ্রুকে আকর্ষণীয় করে তুলতে আজকাল প্রায় সব মেয়েই ভ্রু প্লাক করে থাকেন। তবে ভ্রু’র গড়ন হওয়া চাই মুখের সঙ্গে মানানসই। তাহলে জেনে নিন আপনার মুখের সঙ্গে মানানসই ভ্রু’র জন্য কী করতে হবে।

  • লম্বাটে মুখের মেয়েদের গোল আকৃতির ভ্রুতে এবং যাদের মুখ গোলাকৃতির তাদের ভ্রু ‘ভি’ আকৃতি রাখলে বেশি মানায়। এ ক্ষেত্রে ভ্রুর সামনের দিকটা একটু শার্প বা তীক্ষ্ণ রাখলে দেখতে ভালো দেখায়। যাঁদের কপাল ছোট ও সামান্য উঁচু, তাঁদের ভ্রু বেশি মোটা না রাখলেই ভালো দেখাবে। আয়ত চোখের মেয়েদের মোটা ভ্রুতে দারুণ মানায়। অন্যদিকে চোখের পাতা ছোট যাঁদের, তাঁদের মোটা আকৃতির ভ্রু না রাখাটাই ভালো।
  • ভ্রু-জোড়ায় একটি আর্চ থাকলে দেখতে সুন্দর লাগে। কিন্তু মুখের গঠন অনুযায়ী সবার মুখে সহজে ওই আর্চ আসতে চায় না। সেক্ষেত্রে ঘন ঘন ভ্রু’তে থ্রেড করাতে হবে। বারবার থ্রেড করতে করতে একসময় ওই আর্চটি চলে আসবে। তখন থ্রেড করার সময়ের ব্যবধান বাড়িয়ে দেয়া যায়।
  • আপনার মুখে যে সবসময়ই গাঢ় কালো ভ্রু ভালো লাগে তা নয়। ত্বকের রঙ যদি খুব ফর্সা হয় তাহলে চুলের রঙ যেমন বাদামি বা সোনালী রঙের হলে ভালো লাগে, তেমনই ভ্রুও সেক্ষেত্রে একটু হালকা রঙের হলে ভালো লাগে। আপনার ভ্রুকে হালকা রঙ দিতে আপনি ফেসিয়াল ব্লিচ ব্যবহার করতে পারেন। অল্প ফেসিয়াল ব্লিচ ভ্রুতে পাঁচ মিনিটের জন্য ব্যবহার করুন। কিন্তু তার বেশি সময় নয়।

  • ভ্রুতে কখনোই কালো রঙের পেনসিল ব্যবহার করা উচিত নয়। আপনার ভ্রু’র লোমের রঙ কালো হলেও, তাকে ফিল আপ করার জন্য বাদামি রঙের আইব্রো পেনসিল ব্যবহার করুন।
  • আপনার চোখ এবং ভ্রু দুটোই পরিষ্কার রাখা প্রয়োজন। ভ্রু পরিষ্কার রাখার জন্য ব্যবহার করুন আইব্রো ব্রাশ। ব্রাশে অল্প ক্রিমি কনসিলার লাগিয়ে আপনার ভ্রু’র নিচে ব্যবহার করুন। প্রতিদিন এর ব্যবহার দরকার নেই। কিন্তু মাঝে মাঝে এটির ব্যবহার আপনার ভ্রুকে অনেক বেশি লক্ষণীয় করে তুলবে।
  • ভ্রু-জোড়ায় শেড ব্যবহার করার সময় খেয়াল রাখবেন সম্পূর্ণ ভ্রুটিকে একই রকম শেড দেবেন না। ভ্রু’র আর্চ এবং তারপর থেকে শেষের অংশে অপেক্ষাকৃত বেশি ডার্ক শেড ব্যবহার করতে হয়। ভ্রু’র শুরুর দিকে অর্থাৎ ভিতরের দিকে একই রঙের হালকা শেড ব্যবহার করুন।
  • আইব্রো পেনসিলের বদলে ব্রাশ এবং পাউডার ব্যবহার করুন।

আরকে/এফএস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh