• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দোলের দিনে ত্বক আর চুলের যত্ন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ মার্চ ২০১৭, ১৩:৩৮

দোলের দিন রঙ খেলা তো হবেই। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকাসহ অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই মূলত দোল খেলার শুরু হয়। এ দিন সকালে নিজে রঙিন হয়ে অন্যকেও রঙিন করে তোলা হয়। কিন্তু দোল খেলা শেষে এ ভয়াবহ রং কিভাবে তুলবেন? মুখে ও চুলে যে রঙ লাগে তা তুলতে বেশ ঝামেলাই পোহাতে হয়। কিন্তু এবার আপনি চাইলেই ঘরোয়া উপায়ে তুলে ফেলতে পারেন এ রঙ। তাহলে জেনে নিন রঙ তেলার ঘরোয়া উপায়গুলো।

  • দোলের দিন নাছোড়বান্দা এ রঙ তুলতে গোসলের আগে গায়ে ভালো করে মুলতানি মাটি মেখে গোসল করতে পারেন। এতে রঙ সহজেই উঠে যাবে।
  • দোল খেলা শুরুর আগে চুলে বেশি করে তেল মেখে নিতে হবে। এতে চুলে যে রঙই পড়ুক না কেন, চুলের খুব বেশি ক্ষতি হবে না।
  • মুখের রঙ তোলার জন্য বেশি ঘষাঘষি করা যাবে না। এ রঙ তোলার জন্য সাধারণ সাবান ব্যবহার না করে ফেস ওয়াশ ব্যবহার করাই ভালো। এর ফলে ত্বকের নমনীয়তা বজায় থাকবে।
  • দোলের রঙ উঠাতে বেসন ও দুধের সরের মিশ্রণও ত্বকের জন্য বেশ কার্যকরী।
  • দোল খেলা শেষে ছোলার ছাতু, দুধের সর, গোলাপজল আর সামান্য নারকেল তেল দিয়ে একটি পেস্ট বানিয়ে গায়ে মাখতে হবে। এক ঘণ্টা রেখে গোসল করে ফেলতে হবে।

আরকে/এফএস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh