• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৭০ হাজার শূন্য পদ, নিয়োগ পেতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ নন-ক্যাডাররা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৯

মন্ত্রণালয়গুলোতে খালি থাকা নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদগুলো ৩৫তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডারদের নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। বিভাগীয় কমিশনারের মাধ্যমে নন-ক্যাডাররা এ স্মারকলিপি দিয়েছেন।

স্মারকলিপিতে জানানো হয়, মন্ত্রণালয়গুলোতে নন-ক্যাডার শূন্যপদ প্রায় ৭০ হাজার। আর এসব পদে ৩৫তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডারদের মাধ্যমে পূরণের দাবি জানান তারা।

সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্মারকলিপিটি দেয়া হয়। রাজশাহীতেও বিভাগীয় কমিশনার আব্দুল হান্নানের কাছে স্মারকলিপি দেয়া হয়। সিলেটে বিভাগীয় কমিশনার জামাল উদ্দিনের মাধ্যমেও পত্র দেন নন-ক্যাডাররা।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ উদ্দিনের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

এস

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
X
Fresh