• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

৬ সরকারি ব্যাংক ও ২ করপোরেশন নিচ্ছে ১২২৯ কর্মকর্তা

আরিটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ অক্টোবর ২০১৮, ২০:০২

সরকারি ছয়টি ব্যাংক ও দুটি করপোরেশনে ঊর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এতে অন্তর্ভুক্ত ছয়টি ব্যাংক হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। দুটি করপোরেশনের মধ্যে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।

পদ সংখ্যা

এ পদে সব মিলিয়ে ১ হাজার ২২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংকে ২৬০ জন, জনতা ব্যাংকে ৪০০ জন, কৃষি ব্যাংকে ৩৯৭ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১২ জন, কর্মসংস্থান ব্যাংকে ১০৭ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৩৬ জন, ইনভেস্টমেন্ট করপোরেশনে ৫ জন এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরশনে ১২ জন নিয়োগ পাবেন।

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে। পাশাপাশি রয়েছে অন্যান্য সুবিধা।

আবেদনের যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান থেকে পরবর্তী শিক্ষাজীবনে কমপক্ষে দুটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনও পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

১ অক্টোবর ২০১৮ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর বয়সীরা এতে আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদন করবেন যেভাবে

এই পদের জন্য শুধু অনলাইনে আবেদন করা যাবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আমাদের দেওয়া লিংকে ক্লিক করেও আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে ও আবেদন করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
X
Fresh