• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৪০তম বিসিএসে কোটা নয়, মেধার ভিত্তিতে হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ অক্টোবর ২০১৮, ১২:২৮

৪০তম বিসিএসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া কোটা নয়, মেধার ভিত্তিতে হবে। তবে ৩৯তম বিশেষ বিসিএস ও অন্যান্য চলামান পরীক্ষার মাধ্যমে নিয়োগে কোটা থাকবে। জানালেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

মোহাম্মদ সাদিক সাংবাদিকদের জানান, ৪০তম বিসিএসে কোটা ব্যবস্থা প্রযোজ্য হবে না। ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারের সব শেষ বিধি অনুসরন করা হবে। তাই এতে ক্যাডারদের মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, চলমান থাকা ৩৯তম বিশেষ বিসিএস ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে নিয়োগে কোটা থাকবে।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর থেকে ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং ১৫ নভেম্বর পর্যন্ত তা চলবে।