• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১৫৫ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে ঢাকা শিশু হাসপাতাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৮

রাজধানীর শ্যামলীস্থ ঢাকা শিশু হাসপাতালে ১৫৫ জন সিনিয়র স্টাফ নার্স ও ৫ জন মেডিকেল টেকলোলজিস্ট (ল্যাব) নিয়োগ দেবে কর্তৃপক্ষ। আগামী ২ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন (সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত) সময়ে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র ঢাকা শিশু হাসপাতালের কোষাধ্যক্ষের কাছে ২০০ টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে ‘পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল’-এর অনুকূলে ৩০০ টাকা মূল্যমানের পেঅর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনকারীর যোগ্যতা

চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারী অথবা তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারী অথবা চার বছর মেয়াদী বেসিক বিএসসি ইন নার্সিং পাস হতে হতে হবে। এছাড়া বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এবং ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া মেডিকেল টেকনোলজিস্ট পদে আবেদনের জন্য বিএসসি ইন মেডিকেল টেকনোলজি (ল্যাব) পাস হতে হবে। তবে উভয় পদে বয়স সর্বোচ্চ ৩৫ হতে হবে।

বেতন

সিনিয়র স্টাফ নার্স: জাতীয় বেতন স্কেল ১০ম গ্রেড (টাকা ১৬০০-৩৮৬৪০/-)

মেডিকেল টেকনোলজিস্ট: জাতীয় বেতন স্কেল ১১ম গ্রেড (টাকা ১২,৫০০-৩০,২৩০/-)

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাধিক পদে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়োগ
X
Fresh