• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজ ছয়টি সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের শেষ তারিখ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ আগস্ট ২০১৮, ০৮:৪৯

আজ ৯ আগস্ট, রোজ বৃহস্পতিবার। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, জনতা ব্যাংক এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে। এ পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। চাকরির এ সুযোগগুলো মিস করতে না চাইলে আবেদন করে ফেলুন আজই।

সরকারি তিন ব্যাংকে প্রোগ্রামার পদে চাকরি

তিন সরকারি ব্যাংকে ‘সহকারী প্রোগ্রামার’ পদে ৭৫ জনকে নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে। বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংকে ৪৩ জন, রূপালী ব্যাংকে ২৮ জন ও বাংলাদেশ কৃষি ব্যাংকে চারজনকে প্রোগ্রামার পদে নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

চাকরির বিজ্ঞপ্তি দেখুন এখানে।

সরকারি চার ব্যাংকে ‘ঊর্ধ্বতন কর্মকর্তা (আইটি/ আইসিটি) পদে চাকরি

১২০ জনকে চাকরির দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। সচিবালয়ের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ‘ঊর্ধ্বতন কর্মকর্তা (আইটি/ আইসিটি)’ পদে এ নিয়োগ গুলো হবে। সোনালী ব্যাংক লিমিটেডে ২২ জন, জনতা ব্যাংক লিমিটেডে ৭৪ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৬ জন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৮ জনকে নিয়োগ দেয়া হবে।

প্রার্থীকে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ পদার্থ/ ফলিত পদার্থ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতক(সম্মান) ডিগ্রিধারী হতে হবে।

আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

চাকরির বিজ্ঞপ্তি দেখুন এখানে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে চাকরি

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ১২টি পদে ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। সরকারি এ প্রতিষ্ঠানটি উচ্চমান সহকারী/কম্পিউটার অপারেটর পদে দুইজন, হিসাবরক্ষক পদে একজন, উচ্চমান সহকারী পদে একজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে তিনজন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নয়জন, সহকারী মোটরযান পরিদর্শক পদে তিনজন, বেঞ্চ সহকারী পদে তিনজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তিনজন, রেকর্ডকিপার হিসেবে দুইজন, অফিস সহায়ক পদে একজন, নিরাপত্তা প্রহরী হিসেবে দুইজনকে নিয়োগ দেয়া হবে।

বিআরটিএর ওয়েবসাইট www.brta.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র পাঠাতে হবে ‘চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), পুরাতন বিমানবন্দর সড়ক, এলেনবাড়ি, তেজগাঁও, ঢাকা-১২১৫।’ এই ঠিকানায়।

চাকরির বিজ্ঞপ্তি দেখুন এখানে।

কেএইচ/ পি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব সতর্কতা
কোকা-কোলায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা 
চাকরির সুযোগ দেবে ইবনে সিনা, নেবে একাধিক
ঈদে সরকারি চাকরিজীবীদের সমান ছুটি পাবেন শ্রমিকরা
X
Fresh