• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘোষণা অনুযায়ী শুক্রবারই বিসিএস পরীক্ষা হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ আগস্ট ২০১৮, ১৮:৩৫

পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবারই (৩ আগস্ট) ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। জানালেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে।

রাজধানীর ২৫টি কেন্দ্রে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। দুপুর দেড়টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে প্রার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করে সিটে বসতে হবে। ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা হবে।

উল্লেখ্য, ৩৯তম বিসিএসে শুধু স্বাস্থ্য ক্যাডারে ডাক্তার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে।