• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তিন সরকারি ব্যাংকে প্রোগ্রামার পদে চাকরির সুযোগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩১ জুলাই ২০১৮, ১১:৪৩

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে জনবল নিয়োগ হচ্ছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তিন সরকারি ব্যাংকে ‘সহকারী প্রোগ্রামার’ পদে ৭৫ জনকে নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

সোনালী ব্যাংকে ৪৩ জন, রূপালী ব্যাংকে ২৮ জন ও বাংলাদেশ কৃষি ব্যাংকে চারজনকে প্রোগ্রামার পদে নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

সেইসঙ্গে স্বীকৃত কোনও প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সদস্য কিংবা সহযোগী সদস্য হতে হবে।

আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আগ্রহী প্রার্থীরা শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের http://erecruitment.bb.org.bd/ মাধ্যমে আবেদন করতে পারবেন। শুধু অনলাইনে করা আবেদন গ্রহণযোগ্য।

আবেদনের শেষ সময় ৯ আগস্ট, ২০১৮।

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, নেবে ৬৩৮ জন
চাকরি দেবে পপুলার ফার্মা, বছরে ৩ বোনাস
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক, রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা
X
Fresh