• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ জুলাই ২০১৮, ১০:৪০

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি এ মন্ত্রণালয় দুইটি পদে ১৭ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী, পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সাতজনকে নেয়া হবে। প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস করা থাকতে হবে। এছাড়া, প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সেইসঙ্গে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। চাকরি নিশ্চিত হলে বেতন দেয়া হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা।

অফিস সহায়ক হিসেবে জনবল নিয়োগ হবে ১০ জন। চাকরিপ্রত্যাশীদেরকে কোনও স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রীধারী হতে হবে। চাকরি নিশ্চিত হলে বেতন দেয়া হবে ৮,২৫০-২০০১০ টাকা।

প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য চাকরির সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আগ্রহী সকল প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্ধারিত সময়ের পর কোনও আবেদন গ্রহণ করা হবে না।

চাকরিতে আবেদনের জন্য ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই, ২০১৮

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য ক্লিক করুন।

কেএইচ/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
অর্ধশতাধিক কর্মকর্তা একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন
বে গ্রুপে একাধিক পদে চাকরি, কর্মস্থল ঢাকা
X
Fresh