• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির আবেদনের শেষ তারিখ

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩১ মে ২০১৮, ১০:২৫

আজ ৩১মে, রোজ বৃহস্পতিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিতে আবেদনের শেষ তারিখ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে জুনিয়র সহকারী ও কেয়ার টেকার পদে দু’জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকা সত্ত্বে আবেদন করতে পারবেন।

জুনিয়র সহকারী পদে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে সকল পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণিসহ স্নাতক কিংবা সমমানের ডিগ্রীধারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার অপারেটিং এ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য হবে না। চাকরি নিশ্চিত হলে বেতন দেয়া হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা।

কেয়ার টেকার পদে নিয়োগ দেয়া হবে একজনকে। প্রার্থীকে সকল পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণিসহ স্নাতক কিংবা সমমানের ডিগ্রীধারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার অপারেটিং এ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। শিক্ষা জীবনের কোন পর্যা্য়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য হবে না। চাকরি নিশ্চিত হলে বেতন দেয়া হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা।

--------------------------------------------------------
আরও পড়ুন : কাস্টমসে ৮১ জনের চাকরির সুযোগ
--------------------------------------------------------

প্রার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের অনুকূলে প্রদেয় ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/ পে অর্ডার( পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) এবং সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখপূর্বক রেজিস্টারের বরাবর লিখিত দরখাস্ত ‘প্রভোস্ট, স্যার এ. এফ. রহমান হল’ এর অফিসে পৌঁছাতে হবে।

চাকরির সুযোগটি হারাতে না চাইলে আবেদন করুন আজই।

আরও পড়ুন :

কেএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, নেবে একাধিক লোকবল
অষ্টম শ্রেণি পাসেই ব্র্যাকে চাকরির সুযোগ
সুইমিং পুলে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন করবেন যেভাবে
X
Fresh