• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ চা বোর্ডে জনবল নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ মে ২০১৮, ১৩:১৩

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ চা বোর্ডের চট্টগ্রামের প্রধান কার্যালয়ে ৬টি পদে ১১ জনকে নিয়োগ দেয়া হবে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বোর্ডে উপপরিচালক পদে একজনকে নেয়া হবে। প্রার্থীকে বাণিজ্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং উভয় ক্ষেত্রে কমপক্ষে ২য় শ্রেণিসহ কোন সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা পদে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে জনবল নেয়া হবে চারজন। প্রার্থীকে এইচএসসি পাসসহ বাংলা ও ইংরেজি শব্দ টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ১৫ ও ২০ শব্দ টাইপ করা জানতে হবে।

গাড়িচালক হিসেবে দুইজনকে নেয়া হবে। প্রার্থীকে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ভারী বা মধ্যম ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে। ড্রাইভিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

অফিস সহায়ক (এমএলএসএস) পদে দুইজনকে নেয়া হবে। প্রার্থীতে অষ্টম শ্রেণি পাসসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

নিরাপত্তা প্রহরী (গার্ড) হিসেবে একজনকে নেয়া হবে। প্রার্থীতে অষ্টম শ্রেণি পাসসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাই পদের কর্মচারীদের নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে।

পরিচ্ছন্নতা কর্মী(সুইপার) পদে একজনের নিয়োগ হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

সকল পদে নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

চাকরির আবেদনপত্র ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

আবেদনের ঠিকানা: সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০।

আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০১৮

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য ক্লিক করুন।

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, নেবে ৬৩৮ জন
৪৬তম বিসিএসের প্রিলির জন্য ১০৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
নিয়োগ দেবে মিনিস্টার, পদসংখ্যা ১০০
X
Fresh