• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রাম সিটি করপোরেশনে জনবল নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ মে ২০১৮, ০৯:২৬

জনবল নিয়োগ দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন। মোট তিনটি পদে এ নিয়োগ দেয়া হবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। পদগুলোতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

সিটি করপোরেশনে কর আদায়কারী হিসেবে জনবল নিয়োগ হবে। প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে সিটি করপোরেশনে অস্থায়ীভিত্তিতে কর্মরতদের শিক্ষাগত যোগ্যতা শিথিল থাকবে। চাকরি নিশ্চিত হলে বেতন দেয়া হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা।

অনুমতিপত্র পরিদর্শক হিসেবে চাকরি করার সুযোগ থাকছে। প্রার্থীদেরকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে সিটি করপোরেশনে অস্থায়ীভিত্তিতে কর্মরতদের শিক্ষাগত যোগ্যতা শিথিল থাকবে। বেতন দেয়া হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা।

হিসাব সহকারী/করণিক (রাজস্ব) পদে লোক নেয়া হবে। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্যে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বেতন দেয়া হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা।

প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩০। তবে কোটাধারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স শিথিলযোগ্য। আবেদন করতে হবে প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশন বরাবর।

আবেদনের সময়সীমা: ২৯ মে ২০১৮। নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্র চট্টগ্রাম সিটি করপোরেশন সংস্থাপন শাখার ষষ্ঠতলায় জমা হতে হবে।

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোকা-কোলায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা 
চাকরির সুযোগ দেবে ইবনে সিনা, নেবে একাধিক
ঈদে সরকারি চাকরিজীবীদের সমান ছুটি পাবেন শ্রমিকরা
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
X
Fresh