• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইসলামিক ফাউন্ডেশনে ২০২০ জন শিক্ষক নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ এপ্রিল ২০১৮, ১৫:৪৬

সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামী ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৬৪ জেলার ৫০৫টি উপজেলা/জোনে দুটি করে মোট ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসায় মোট দুই হাজার ২০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হবে। প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত। এসব শিক্ষক ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান করাবেন।

দ্বীনশিক্ষা-কওমী নেসাবের শিক্ষক নেয়া হবে ১০১০ জন। প্রার্থীকে দাওরায়ে হাদীস সম্পর্কে বিস্তর জ্ঞান থাকতে হবে। চাকরি নিশ্চিত হলে বেতন দেয়া হবে ১১,৩০০ টাকা।

দ্বীনশিক্ষা-আলিয়া নেসাবের শিক্ষক নেয়া হবে ১০১০ জন। প্রার্থীকে ফাজিল পাস হতে হবে।চাকরি নিশ্চিত হলে বেতন দেয়া হবে ১১,৩০০ টাকা।

আবেদনের নিয়ম : আবেদনপত্র ডাকযোগে/সরাসরি নির্ধারিত ফরমে প্রকল্প পরিচালক, ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প’, ইসলামিক ফাউন্ডেশন ভবন, প্লট-ই-৪/এ, সিভিক সেক্টর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭ বরাবরে প্রেরণ করতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : বেপজায় চাকরি করার সুযোগ
--------------------------------------------------------

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগীয়/জেলা কার্যালয় হতে সংগ্রহ করা যাবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট www.islamicfoundation.gov.bd এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ওয়েবসাইট www.ifmoushik.gov.bd বিজ্ঞপ্তি ও আবেদন ফরম পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা : আগামী ১৬ মে ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন :

কেএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি বছরের ফিতরার হার নির্ধারণ করল ইসলামিক ফাউন্ডেশন
পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন
প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল
পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
X
Fresh