• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৭৮ জনের চাকরির সুযোগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ এপ্রিল ২০১৮, ১০:৩৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিনটি পদে ৭৮ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নিয়ন্ত্রণাধীন চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) আওতাধীন ‘ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম (সিসিএসডিপি)’ শীর্ষক প্রকল্পে তাদের নিয়োগ দেয়া হবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সিনিয়র স্টাফ নার্স পদে ৬৪ জনকে নেয়া হবে। শুধুমাত্র নারীরা এ পদে আবেদন করতে পারবেন। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেইসঙ্গে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিংয়ে উত্তীর্ণ এবং বিএনএমসির রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। সরকারি বেতনকাঠামো গ্রেড-১০ অনুসারে বেতন দেয়া হবে।

ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান পদে নেয়া হবে ১৩ জনকে। চাকরিপ্রত্যাশীদেরকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি এক বছর মেয়াদী ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ট্রেড কোর্স করা থাকতে হবে। সরকারি বেতনকাঠামো গ্রেড-১১ অনুসারে বেতন দেয়া হবে।

স্টোর কিপার পদে একজনকে নেয়া হবে। প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।বেতন দেয়া হবে সরকারি বেতনকাঠামো গ্রেড-১৪ অনুসারে।