• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নৌ পরিবহন অধিদপ্তরে নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ এপ্রিল ২০১৮, ১১:৫৮

নৌ পরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন 'এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস)' প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি নটিক্যাল সার্ভেয়ার (ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর- টেকনিক্যাল) পদে একজনকে নিয়োগ দিচ্ছে। প্রার্থীকে ক্লাস ওয়ান ডেক সার্টিফিকেট অব কমপিটেন্সি(মাস্টার ম্যারিনার) ডিগ্রীসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন দেয়া হবে ৭৬,৫০০ টাকা।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিআরটিসিতে চাকরির সুযোগ
--------------------------------------------------------

ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার পদে নিয়োগ হবে দুইজনের। প্রার্থীকে ক্লাস ওয়ান ডেক সার্টিফিকেট অব কমপিটেন্সি(মাস্টার ম্যারিনার) ডিগ্রিধারী হতে হবে। বেতন দেয়া হবে ৬৬,০০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অপারেশন) পদে তিনজনের নিয়োগ দেয়া হবে। চাকরিপ্রত্যাশীদেরকে জিএমডিসিসি জেনারেল অপারেটর সার্টিফিকেট অব কমপিটেন্সি থাকতে হবে। এছাড়াও ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার, অ্যাপ্লায়েড ফিজিকস অথবা রেডিও কমিউনিকেশন বিষয় থেকে বিএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। বেতন দেয়া হবে ৩৫,৬০০ টাকা।

জুনিয়র ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার পদে দুইজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার, অ্যাপ্লায়েড ফিজিকস অথবা রেডিও কমিউনিকেশন বিষয় থেকে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। বেতন দেয়া হবে ৩৫,৬০০ টাকা।

অ্যাকাউনটেন্ট পদে নিয়োগ দেয়া হবে একজনকে। প্রার্থীকে বাণিজ্য বিভাগের যেকোনো বিষয় থেকে ব্যাচেলর ডিগ্রি পাস করা থাকতে হবে। বেতন দেয়া হবে ১৯,৩০০ টাকা।

ডাটা এন্ট্রি অপারেটর পদে চারজনের নিয়োগ হবে। প্রার্থীকে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে। বেতন দেয়া হবে ১৮,৩০০ টাকা।

মেকানিক হিসেবে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে স্বীকৃত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী হতে হবে। অথবা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করা থাকতে হবে।

আবেদনপত্র পাঠাতে হবে ‘প্রকল্প পরিচালক, EGIMNS প্রকল্প, নৌ পরিবহন অধিদপ্তর, ১৪১-১৪৩, মতিঝিল, বা/এ, বিআইডব্লিউটিএ ভবন(৮ম তলা), ঢাকা-১০০০’ এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ১২ এপ্রিল

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন:

কেএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে
নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ বছর হলেই আবেদন
পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন
পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
X
Fresh