• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যুব উন্নয়ন অধিদপ্তরে ৪৪ জনের নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ মার্চ ২০১৮, ১৫:৪৩

যুব উন্নয়ন অধিদপ্তরে ৫টি পদে ৪৪ জনকে নিয়োগ দেয়া হবে। অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

সাঁটলিপিকার কাম কমপিউটার অপারেটর পদে দুইজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। টাইপিং ‍ও কমপিউটার চালনায় দক্ষ হতে হবে। সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি সাঁটলিপি ও কমপিউটারে প্রশিক্ষণের সনদ থাকতে হবে।

প্রদর্শক পদে নেয়া হবে তিনজন। প্রার্থীকে এইচএসসি বা সমমানের ডিগ্রি পাস করা হতে হবে। সেই সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের যেকোনো যুব প্রশিক্ষণ কেন্দ্র হতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক আড়াই মাস মেয়াদি কোর্সে উত্তীর্ণ হতে হবে।

জুনিয়র প্রশিক্ষক (পোশাক) পদে ছয়জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের ডিগ্রি পাস করা হতে হবে। পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ও পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রদানের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।