• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ মার্চ ২০১৮, ০৯:৩৮

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কর্মকর্তা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট আইসিটি সেল, প্রকৌশল অফিস ও অডিট অফিসে সর্বমোট সাতজন কর্মকর্তা নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে লাইব্রেরিয়ান পদে নেয়া হবে একজন। প্রার্থীকে কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি ও তথ্যবিজ্ঞানে কমপক্ষে মাস্টার্স ডিগ্রীধারী হতে হবে। কোন বিশ্ববিদ্যালয় বা কোন গবেষণা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দোভাষী নিয়োগ
--------------------------------------------------------

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রোগ্রামার পদে নিয়োগ দেয়া হবে একজনকে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি অথবা ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স, ম্যাথমেটিকস অথবা স্ট্যাটিসটিকস থেকে মাস্টার্স পাস করা সহ প্রোগ্রামিংয়ে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বুয়েট-আইসিটি সেলের জন্য একজনকে নেয়া হবে কম্পিউটার প্রোগ্রামার পদে। প্রার্থীকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করা হতে হবে। প্রোগ্রামার হিসেবে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অবজেক্ট অরিয়েন্টেড প্রোগামিং, ওয়েব টেকনোলজি, উইন্ডোজ সার্ভার এবং অ্যাপাচি সার্ভার সম্পর্কে জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবে।

একই সেলে সহকারী কম্পিউটার প্রোগ্রামার নেয়া হবে। প্রার্থীকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করা হতে হবে। প্রোগ্রামার হিসেবে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অবজেক্ট অরিয়েন্টেড প্রোগামিং, ওয়েব টেকনোলজি, উইন্ডোজ সার্ভার এবং অ্যাপাচি সার্ভার সম্পর্কে জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবে।

প্রকৌশল অফিসে নির্বাহী কর্মকর্তা পদে প্রার্থীকে যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী প্রকৌশলী পদে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

অডিট অফিসে একাউন্টস অফিসার পদে লোক নেয়া হবে একজনকে। প্রার্থীকে যেকোন বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য কিংবা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক পাশ করা হতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ সময় ২১ মার্চ ২০১৮।

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন:

কেএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বুয়েটে হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ
রেলওয়েতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ৪৯৩ জন
বুয়েটের সব পরীক্ষা স্থগিত ঘোষণা
শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষা স্থগিত করল বুয়েট
X
Fresh