• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিনিয়র স্টাফ নার্স নিয়োগে পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪০

গেলো বছরের ৬ অক্টোবর বাতিল হওয়া সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা আবার নতুন করে আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ৩০ জানুয়ারি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষাটি বাতিল হয়।

৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন।

পরীক্ষায় অংশ নিতে প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার হলে কোনো বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের আওতায় চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, সিনিয়র স্টাফ নার্স পদটিকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার পর থেকে পিএসসির মাধ্যমে এ পদে নিয়োগ পরীক্ষা হয়। এতে উত্তীর্ণদের সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পরীক্ষার আসন বিন্যাস দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন:

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেলওয়েতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ৪৯৩ জন
৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে
নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ বছর হলেই আবেদন
পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন
X
Fresh