• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩১ জানুয়ারি ২০১৮, ১১:১৪

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আটটি শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কমিশনের ওয়েবসাইটে ৩০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

সহকারী পরিচালক (আইন) পদে দুইজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির এলএলএম এবং আইন পেশার সনদধারী হতে হবে। এছাড়াও প্রমিত বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও বলায় পারদর্শী হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

উপ-সহকারী পরিচালক (অর্থ ও রাজস্ব) পদে তিনজনকে নেয়া হচ্ছে। প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

উপ-সহকারী পরিচালক (কারিগরি) পদে ১৩ জনকে নেয়া হচ্ছে। প্রার্থীকে স্বীকৃত কারিগরি বোর্ড থেকে টেলিকমিউনিকেশন /ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক/কম্পিউটার প্রযুক্তি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

ব্যক্তিগত সহকারী পদে তিনজনকে নেয়া হচ্ছে। প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হওয়াসহ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ শব্দ ও ইংরেজিতে ন্যূনতম ৪০ শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে।

আইটি/নিরাপত্তা সহকারী পদে একজনকে নেয়া হচ্ছে। প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হওয়াসহ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ শব্দ ও ইংরেজিতে ন্যূনতম ৪০ শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার ট্রাবলস্যুটিং এ অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

হিসাবরক্ষক পদে একজনকে নেয়া হচ্ছে। প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হওয়াসহ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ শব্দ ও ইংরেজিতে ন্যূনতম ৪০ শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে।

ড্রাইভার পদে চারজনকে নেয়া হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। সেই সাথে গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। হালকা অথবা ভারি গাড়ি চালনায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহায়ক পদে নেয়া হবে চার জন। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।

বিটিআরসি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য ক্লিক করুন।

আরও পড়ুন:

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে
নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ বছর হলেই আবেদন
পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন
পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
X
Fresh