• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ২৪২ নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ জানুয়ারি ২০১৮, ১৪:২৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১২ পদে সর্বমোট ২৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

হিসাবরক্ষক পদটিতে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।
সহকারী প্রসিকিউটর পদটিতে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। উপ-পরিদর্শক ৯ জনকে উক্ত পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

গবেষণা তথ্য সংগ্রহকারী পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। গাড়িচালক হিসেবে ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।ন্যূনতম অষ্টম শ্রেণি পাস থাকতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে।