• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে নিয়োগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ জানুয়ারি ২০১৮, ১০:৩৫

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে ৭টি পদে ৭১ জন লোক নেয়া হচ্ছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

সহকারী প্রকৌশলী (যান্ত্রিক/তড়িৎ/পুর) পদটিতে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদেরকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা প্রকৌশল কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি অথবা সমমানের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করা থাকতে হবে।

সহকারী প্রোগ্রামার পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। চাকরিপ্রত্যাশীদের দ্বিতীয় শ্রেণির বিএসসি ইন কম্পিউটার সাইন্স/আইসিটি/ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে প্রণীত অ্যাপচিটুড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে।

হিসাবরক্ষণ কর্মকর্তা/নিরীক্ষণ কর্মকর্তা/শেয়ার কর্মকর্তা পদটিতে সাতজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদেরকে হতে বাণিজ্য বা ব্যবসায় প্রশাসনে দ্বিতীয় শ্রেণির বা সমমানের স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির বা সমমানের স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি।

শাখা কর্মকর্তা (প্রশাসন/ক্রয়/বিক্রয়/নিরাপত্তা/আইন) পদটিতে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদেরকে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক/তড়িৎ/পুর) পদটিতে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমমানের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে।

সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/নিরীক্ষণ কর্মকর্তা/শেয়ার কর্মকর্তা পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদেরকে বাণিজ্য বা ব্যবসায় প্রশাসনে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী কর্মকর্তা (প্রশাসন/ক্রয়/বিক্রয়/নিরাপত্তা/আইন) পদটিতে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদেরকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের ১২ হাজার ৫০০ থেকে শুরু করে ৫৩ হাজার ৬০ টাকা পর্যিন্ত বেতন দেয়া হবে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা অনলাইনে bsec.teletalk.com.bd এই ঠিকানায় আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা : ২৫ জানুয়ারি ২০১৮ সকাল ১০টা থেকে ২২ ফেব্রুয়ারি ২০১৮ রাত ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

চাকরির বিজ্ঞপ্তিটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে ডিজিকন, নেবে ১০০ জন
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চেয়েছেন রাষ্ট্রপতি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে সংশোধিত ফল প্রকাশ
X
Fresh