• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরির সুযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ অক্টোবর ২০১৭, ২৩:৩৯

বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে। প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদ:

টেকনিক্যাল ট্রেড, এমটিওএফ, নন-টেকনিক্যাল, খেলোয়াড়, প্রোভোস্ট, মিউজিক ও শিক্ষা প্রশিক্ষক।

শিক্ষাগত যোগ্যতা:

১. টেকনিক্যাল ট্রেড-এসএসসি বিজ্ঞান(জীব বিজ্ঞানসহ) শাখার ন্যূনতম জিপিএ-৩.৫/সমমান

২. এমটিওএফ-এসএসসি বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ-৩.০/সমমান

৩. নন-টেকনিক্যাল,খেলোয়াড়, প্রোভোস্ট-এসএসসি ন্যূনতম জিপিএ-৩.০/সমমান

৪. খেলোয়াড়-এসএসসি ন্যূনতম জিপিএ-৩.০/সমমান

৫. মিউজিক-এসএসসি ন্যূনতম জিপিএ-২.৫/সমমান

৬. শিক্ষা প্রশিক্ষক- বিএসসি/বিএ/বিএসএস এ ন্যূনতম দ্বিতীয় শ্রেনি/বিভাগ(নৈর্বাচনিক বিষয় হিসাবে ইংরেজি/পদার্থ/গণিত/রসায়নে ৩০০ নম্বর থাকতে হবে)

প্রার্থীদের অন্যান্য যোগ্যতা:

১. জাতীয়তা: বাংলাদেশি পুরুষ নাগরিক।

২. বয়স: ১৬ হতে ২১ বছর সকল ট্রেডের প্রার্থীর জন্য। মিউজিক ট্রেডের প্রার্থীর জন্য সর্বোচ্চ ২৬ বছর, শিক্ষা প্রশিক্ষক ট্রেডের প্রার্থীর জন্য সর্বোচ্চ ২৮ বছর, এমটিওএফ ট্রেডের প্রার্থীদের জন্য।

৩. বৈবাহিক অবস্থা: অবিবাহিত(টেকনিক্যাল ট্রেড, এমটিওএফ, নন-টেকনিক্যাল, খেলোয়াড়, প্রোভোস্ট, মিউজিক)

বিবাহিত/অবিবাহিত (শিক্ষা প্রশিক্ষক)

৪. উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি(টেকনিক্যাল ট্রেড, এমটিওএফ, নন-টেকনিক্যাল, খেলোয়াড়, প্রোভোস্ট, মিউজিক, শিক্ষা প্রশিক্ষক) ৫ ফুট ৮ ইঞ্চি (প্রোভোস্ট)

পরীক্ষা:

১. টেকনিক্যাল ট্রেড, এমটিওএফ: লিখিত পরীক্ষা(আই কিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও গণিত), ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।

২. ন-টেকনিক্যাল, খেলোয়াড়, প্রোভোস্ট, মিউজিক ও শিক্ষা প্রশিক্ষক: লিখিত পরীক্ষা(আই কিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান), ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা।

আবেদন প্রক্রিয়া:

সরাসরি বিমান বাহিনীর অফিস হতে সেন্ট্রাল নন-পাবলিক ফান্ড, বিএএফ এর অনুকূলে ১৫০ টাকা মূল্যের মেশিন রিডেবল পে অর্ডার(অফেরতযোগ্য) এর বিনিময়ে প্রতি কার্যদিবসে সকাল আট থেকে বিকাল চারটার মধ্যে আবেদন সংগ্রহ করা যাবে। আবেদনপত্র নিজ নিজ জেলার পরীক্ষার কমপক্ষে ১ দিন আগে সংগ্রহ করতে হবে। পরীক্ষার সময় পূরণকৃত ফরম সঙ্গে নিয়ে আসতে হবে। পে-অর্ডার অবশ্যই অগ্রণী, সোনালী, রূপালী ও জনতা ব্যাংক শাখায় পরিশোধযোগ্য হতে হবে। তবে ভাঁজ করা পে অর্ডার গ্রহণ যোগ্যতা হারাবে।

www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে অথবা joinBAF এনড্রয়েড অ্যাপে ডাউনলোড করতে হবে। এরপর apply Now ট্যাব এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসারে আবেদন পূরণ করতে হবে। আবেদনপত্রের মূল্য বাবদ ১৫০ টাকা টেলিটক, বিকাশ অথবা টিবিএমএম, ভিসা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে পরিশোধ করা যাবে। এক্ষেত্রে Apply Now ট্যাব এর নিচে How to apply ট্যাব ক্লিক করে নিয়মাবলী অনুসরণ করতে হবে।

সরাসরি আবেদনপত্র যেখানে পাওয়া যাবে:

১. বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমান বন্দর, তেজগাঁও, ঢাকা

২. বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর

৩. বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, পতেঙ্গা চট্টগ্রাম

৪. বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি,পাহাড় কাঞ্চনপুর, টাঙ্গাইল

৫. বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, কক্সবাজার

৬. বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, র‌্যাডার ইউনিট, মৌলভীবাজার

৭. বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, র‌্যাডার ইউনিট, বগুড়া

৮. বাংলাদেশ বিমান বাহিনী তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাট

৯. বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশের নগর, মৌলভীবাজার

আবেদনপত্রের সঙ্গে আরো যা লাগবে:

১. সকল শিক্ষাগত যোগ্যতা মূল অথবা সাময়িক সনদপত্র, প্রশংসাপত্র এবং মার্ক সীটসমূহের সত্যায়িত ফটোকপি।

২. নিজ নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/ পৌরসভা মেয়র কর্তৃক নাগরিক সনদপত্র(বৈবাহিক অবস্থা, স্থায়ী ঠিকানা উল্লেখসহ) এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র

৩. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ৬ কপি কালার ছবি(ল্যাব প্রিন্ট ও কলারসহ সাদা শার্ট পরিহিত)।

৪. চাকুরিরত প্রার্থীদের নিজ নিজ কর্মস্থল/প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীর জন্য অনুমতিপত্র।

৫. মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি।

৬. জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।

৭. আনসার/গ্রাম প্রতিরক্ষা সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি।

৮. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি।

৯. দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুভ্যালেন্স কমিটি কর্তৃক ইকুভ্যালেন্স সনদের সত্যায়িত কপি।

১০. জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলায় কোনো কৃতিত্বের সনদপত্র থাকলে তার সত্যায়িত কপি।

যা খেয়াল রাখতে হবে:

অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

অনলাইনে আবেদনপত্র সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে।

এমসি/কে

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোকা-কোলায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা 
চাকরির সুযোগ দেবে ইবনে সিনা, নেবে একাধিক
ঈদে সরকারি চাকরিজীবীদের সমান ছুটি পাবেন শ্রমিকরা
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
X
Fresh