• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এসএসসি পাসেই নৌবাহিনীতে চাকরির সুযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৮

বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, প্যাট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ), টোপাস পদে নিয়োগ দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে কতজনকে নিয়োগ দেয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।

পদের নাম:

ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, প্যাট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ), টোপাস।

যোগ্যতা:

১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। এসএসি পরীক্ষায় উচ্চতর গণিত প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।

২. মেডিকেল: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান পরীক্ষায় ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

৩. প্যাট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ): এসএসসি/সমমানের সব বিভাগে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

৪. টোপাস: ন্যূনতম পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

যারা আবেদন করতে পারবেন না:

বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে আবেদন করতে পারবেন না। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃতরা আবেদন করতে পারবেন না।

আবেদন পত্র পাওয়া যাবে:

www.bangladeshnavy.org ওপেন করে উপরে ডান পাশে Application froms এ ক্লিক করলে নাবিক ভর্তির আবেদন পাওয়া যাবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে পারবেন 8754041-5 নাম্বারে ফোন দিয়ে।

বিস্তারিত জানতে ক্লিক করুন

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ বছর হলেই আবেদন
আংশিক নিয়ন্ত্রণে এলেও নেভেনি আগুন, যোগ দিয়েছে নৌবাহিনী
X
Fresh