• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুন ২০১৭, ১২:০০

৩৮তম বিসিএসের বিজ্ঞাপ্তি প্রকাশ করা হবে আজ মঙ্গলবার। জানালেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

মঙ্গলবার পিএসসির কার্যালয়ে এ বিষয়ে বৈঠক শেষে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়ার পর প্রায় দেড় বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনো ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হয়নি। অথচ পিএসসি প্রতিবছরের শুরুতেই বিসিএসের বিজ্ঞপ্তি দেয়ার আশ্বাস দিয়েছিল। এজন্য মঙ্গলবার সার্কুলার জারি করতে যাচ্ছে কমিশন।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনেক আগেই ৩৮তম বিসিএসের শূন্য পদের তালিকা পেয়েছে পিএসসি। সে অনুযায়ী এ বছরের শুরুতে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়ার কথা ছিল। কিন্তু পরে ৩৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে ৩৮ এর বিজ্ঞপ্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ৭ জুন এই মৌখিক পরীক্ষা শেষ হয়।

৩৮তম বিসিএসের উল্লেখযোগ্য শূন্য পদগুলো হলো- প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার ৩০০টি, পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার ১০০টি, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন ২২০টি, সহকারী ডেন্টাল সার্জন ৫টি, কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৯টি, পররাষ্ট্র ক্যাডারের সহকারী সচিব ১৭টি, আনসার ক্যাডারের ৩১টি, মৎস্য ক্যাডারের ২০টি, সহকারী বনসংরক্ষক ২২টি, শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ের প্রভাষক ৯৭৩টি, ভেটেরিনারি সার্জন ২৫টি, সহকারী প্রকৌশলী ৩১টি, কর ক্যাডারের সহকারী কর কমিশনার ৯টি, তথ্য ক্যাডারের ৩৫টিসহ মোট ২ হাজার ৪২টি।

তবে এতদিন বিসিএসের অনলাইন আবেদনে স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম রেজাল্টসহ অন্যান্য তথ্য চাওয়া হতো। এখন থেকে জাতীয় পরিচয়পত্র নম্বরও চাওয়া হবে।

আগের ঘোষণা অনুযায়ী ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বাংলার পাশাপাশি ইংরেজিতে প্রশ্ন হবে। লিখিত পরীক্ষায় ৫০ নম্বরের মুক্তিযোদ্ধা বিষয়ে প্রশ্ন থাকবে।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
X
Fresh