• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুরআন তেলাওয়াত শুনলেন ট্রাম্প (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ জানুয়ারি ২০১৭, ১৯:২৮

কুরআনের আয়াত শুনলেন ট্রাম্প। শনিবার আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় প্রার্থনা সভায় তিনি পবিত্র কুরআনের দু'টি আয়াত শুনলেন।

সূরা হুজরাত ও আর-রূমের আয়াত দু'টির মাধ্যমে মানুষের সৃষ্টি, তাদের ভাষা ও জাতীয়তার বৈচিত্র এবং তাকওয়া (আল্লাহ) স্মরণ করিয়ে দেয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ উপলক্ষে আয়োজিত জাতীয় প্রার্থনা সভায় ইমাম মোহাম্মদ মাগিদ এ আয়াত দু'টি তেলাওয়াত করেন।

'ন্যাশনাল ক্যাথেড্রাল' নামের এ প্রার্থনা সভায় সব ধর্মের ২৬জন নেতার অন্যতম ছিলেন ওয়াশিংটনের 'অল ডালাস এরিয়া মুসলিম সোসাইটির' নির্বাহী পরিচালক ইমাম মাগিদ।

সুদানি বংশোদ্ভূত এ ইমাম প্রথমে সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতের আরবী কেরাত পড়ে শোনান। পরে তিনি এ আয়াতের ইংরেজি অনুবাদও পড়েন।

এ আয়াতে বলা হয়ছে, 'হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরের জানতে পারো। নিশ্চয় আল্লাহর কাছে সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক মুত্তাকি (আল্লাহভীরু)। নিশ্চয় আল্লাহ সব জানেন এবং সবকিছুর খবর রাখেন।

এরপর ইমাম মাগিদ সূরা আর-রুমের ২২ নম্বর আয়াতের কেরাত ও অনুবাদ পড়ে শোনান।

এ আয়াতে বলা হয়েছে, আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম হলো আসমান ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র। নিশ্চয় এতে তাদের জন্যে নিদর্শনাবলী রয়েছে, যারা জ্ঞানী।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
X
Fresh