• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গণমাধ্যমের সঙ্গে বিবাদে ট্রাম্প প্রশাসন

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ জানুয়ারি ২০১৭, ১৩:১০

ক্ষমতা গ্রহণের পরেই সংবাদমাধ্যমের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়লো ট্রাম্প প্রশাসন। সরকারকে অবৈধ প্রমাণ করার চেষ্টা করছে আমেরিকার গণমাধ্যম, এমন অভিযোগ করলেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রাইবাস।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রাইবাস বলেন, প্রথম দিন থেকেই ট্রাম্পকে অবৈধ প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম। এ ধরনের প্রচারণার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে হোয়াইট হাউস।

এর আগে শনিবার হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, গণমাধ্যমে প্রকাশিত ছবিতে লোকজনের উপস্থিতি কম দেখানো হয়েছে। কয়েক যুগের মধ্যে কোনো অভিষেকে এবারই সবচে’ বড় দর্শক সমাগম হয়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয় ট্রাম্পের। বারাক ওবামা এবং ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অতিথি উপস্থিতির মধ্যে তুলনামূলক চিত্র তুলে ধরে দেশটির বিভিন্ন গণমাধ্যম। মূলত অতিথি সংখ্যা নিয়ে গণমাধ্যমের নেতিবাচক প্রতিবেদনের জন্য ট্রাম্পের তীব্র নিন্দার পর নতুন করে বিবাদে জড়ালো তাঁর প্রশাসন।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
X
Fresh