• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের কথায় ক্ষেপলেন সাবেক সিআইএ প্রধান

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ জানুয়ারি ২০১৭, ১৫:৫৭

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক জন ব্রেনান। শনিবার ভার্জিনিয়ায় সিআইএ সদর দপ্তরে ট্রাম্পের দেয়া ভাষণের পর এ তথ্য জানান তিনি।

সিআইএ’র কর্মকর্তাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এ কক্ষের কতোজনই বা আমাকে ভোট দিয়েছেন।

জন ব্রেনান বলেন, আমরা সেই অর্থে রাজনৈতিক নই। আমরা ট্রাম্পকে ভোট দিয়েছি কিনা, এ নিয়ে প্রশ্ন তোলাটা খুবই আক্রমণাত্মক এবং প্রেসিডেন্টের এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত।

সভায় উপস্থিত থাকা কর্মকর্তারা অনেকেই ট্রাম্পের এ ধরণের রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বক্তব্যে হতাশ হয়েছেন বলে জানিয়েছেন ব্রেনানের মুখপাত্র।

তবে গোয়েন্দাদের আশ্বস্ত করে ট্রাম্প আরো বলেন, আমি আপনাদের সঙ্গে আছি। এটা এক হাজার শতাংশ নিশ্চিত। আপনাদের সম্মান করি এবং ভালোবাসি।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
X
Fresh