• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৪০ মিনিট দেরিতে অবকাশে গেলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জানুয়ারি ২০১৭, ১৭:০৪

তুষারপাতের জন্য অবকাশে যেতে ৪০ মিনিট পর যাত্রা শুরু করতে হয় বারাক ওবামাকে। আগেই জানিয়েছিলেন, ক্ষমতা হস্তান্তরের পর পরিবার নিয়ে ক্যালিফর্নিয়ায় রিসোর্ট সিটি পাম স্প্রিংয়ে অবকাশে যাবেন।

কিন্তু শনিবার সকালে ওয়াশিংটন থেকে ক্যালিফর্নিয়ায় যাবার ফ্লাইটটি বৈরি আবহাওয়ার কারণে উড়তে দেরি করে। এসময় এয়ারপোর্টে সমর্থক ও সাংবাদিকরা ওবামা পরিবারের জন্য অপেক্ষায় থাকে।

পাম স্প্রিং এয়ার মিউজিয়ামের এক কর্মকর্তার বরাত দিয়ে ইউএসএ টুডে জানায়, প্রেসিডেন্ট থাকাকালীন সময়ও ওবামা এসেছিলেন। তবে গেলো বারের তুলনায় স্থানীয়রা অনেক ফোন দিয়েছেন সাবেক প্রেসিডেন্টকে দেখার জন্য।

এর আগে সাংবাদিকদের ওবামা বলেন, অবকাশের প্রথম দিকে ঘুমের পরিকল্পনা করেছেন। তবে পরিবারের সঙ্গে পাম স্প্রিংয়ের দৃষ্টি নন্দন পরিবেশে সময় কাটানোর চিন্তা আছে।

সুইপিং পুল থেকে শপিং সেন্টার, অশ্বারোহন থেকে ক্যাবলকার পাম স্প্রিংয়ের সব যেনো স্বপ্নের মত সুন্দর।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
X
Fresh