• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হিলারির চেয়ে এগিয়ে গেলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর ২০১৬, ১৬:৪৭

নিউ হ্যাম্পশায়ারের ৩ শহরে (ডিক্সভিলি নচ, হার্টস লোকেশন ও মিলসফিল্ড) মধ্যরাতের ভোটে হিলারির চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্যেই দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইউএসএ টুডে।

৩ শহরে মোট ভোটার ১০০ জনেরও কম। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৩২ আর হিলারির ঝুলিতে ২৫ ভোট।

ডিক্সভিল নচে মোট ভোটার ৮ জন, সেখানে হিলারি ক্লিনটন ৪-২ ভোটে ট্রাম্পকে হারান। হিলারির এ জয়ের ধারাবাহিকতা অব্যাহত ছিল ডিক্সভিল থেকে সামান্য বড় শহর হার্টস লোকেশনেও। সেখানে হিলারি পান ১৭ ভোট। আর ট্রাম্প ১৪ ভোট। কিন্তু মিলসফিল্ডে ট্রাম্প হিলারির ৪ গুণ ভোট পান। অর্থাৎ ট্রাম্প পেয়েছেন ১৬ আর হিলারি ৪ ভোট।

নিউ হ্যাম্পশায়ার প্রদেশের নিয়মানুসারে কোনো বুথে ভোটারসংখ্যা ১০০ এর কম হলে সেখানে ভোটগ্রহণের দিন মাঝরাত থেকেই ভোট দেয়া ‌যায়। ১৯৬০ সাল থেকে চলে আসছে নিয়মটি। নিয়মানু‌যায়ী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতেই ভোট দেন নিউ হ্যাম্পশায়ার প্রদেশের ৩টি ছোট শহরের বাসিন্দারা।

জয় দিয়ে শুরু হিলারির

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • যুক্তরাষ্ট্র এর পাঠক প্রিয়
X
Fresh