• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জনতার ওপর গাড়ি তুললো ‘সন্ত্রাসী’ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৩

জার্মানির হেইডেলবার্গে বেকারির সামনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ে চলন্ত গাড়ি তুলে দেয়ার ঘটনা ঘটেছে। এতে ১ বৃদ্ধ নিহত ও দু'জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে না জার্মান প্রশাসন।

৩২ বছরের ওই গাড়ি চালককে গুলি করার পর গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার সন্ত্রাসী কাজে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ডেভিড ফলহাবার।

এ ঘটনায় নিহত ৭৩ বছরের বৃদ্ধ হাসপাতালে নেয়ার পর মারা যান। আহত হয়েছেন ৩২ বছরে অস্ট্রিয়ান যুবক ও ২৯ বছরের নারী। ওই নারী বসনিয়া হার্জেগোভিনার নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

বিবৃতিতে পুলিশ জানিয়েছে, 'আমরা বিষয়টি তদন্ত করে দেখেছি।কিন্তু এর পেছনে কোনো সন্ত্রাসী তৎপরতা নেই।'

ওই চালক গাড়িটি ভাড়া করেছিলেন। ঘটনার পর পরই ছুরি নিয়ে তাকে গাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। এরপর তিনি সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়েন। এসময় পুলিশ তাকে গুলি করে। পরে গ্রেপ্তার করে হাসপাতালে নেয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে ডিসেম্বরে বার্লিনে ক্রিসমাস বিপণিবিতানে ট্রাক ঢুকিয়ে দেয়ার ঘটনায় ১২ জন নিহত হন। ওই ঘটনার পর থেকেই সতর্ক অবস্থানে ছিল জার্মান কর্তৃপক্ষ।

এপি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh