• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এখনো আন্তোনভই বিশ্বসেরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫০

দেড়শ’ টন ওজনের জেনারেটর, ২ লাখ ১৬ হাজার প্যাকেটজাত খাবার কিংবা মেট্রো কোচ পরিবহন করতে কোনো অসুবিধাই হয় না ‘আন্তোনভ এএন ২২৫’ বিমানের। বিশ্বের সবচে’ বড় বিমান এটি।

৩২ চাকা। ছ’টি টারবোফেন ইঞ্জিন। দৈর্ঘ্য ২৭৫ ফুট সাত ইঞ্চি। উচ্চতা ৫৯ ফুট পাঁচ ইঞ্চি। ডানার একপাশ থেকে অন্যপাশের মাপ ২৯০ ফুট। সর্বোচ্চ গতি ঘন্টায় সাড়ে ৮শ’ কিলোমিটার।

এসব বিশ্বের সবচে’ বড় বিমান ‘আন্তোনভ এএন ২২৫’ এর উল্লেখেযোগ্য বৈশিষ্ট্য।

৮০-র দশকে সোভিয়েত ইউনিয়নে বিমানটি তৈরি করে আন্তোনভ ডিজাইন ব্যুরো।

বিমানের নির্মাণকাজ শেষ হয় ১৯৮৮ সালে। একই বছরের ২১ ডিসেম্বর প্রথম আকাশে পাখা মেলে ‘আন্তোনভ এএন ২২৫’।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর বিমানের বর্তমান মালিক ইউক্রেন।

নির্মাণের পর সামরিক কাজে বিমানটি ব্যবহার করেছিলো সোভিয়েত ইউনিয়ন। মূলত ‘বুরান স্পেসক্রাফট’ সফলভাবে বহনের জন্য একে ব্যবহার করা হতো। বাণিজ্যিকভাবে এটি প্রথমবারের মতো জার্মানি থেকে মার্কিন সেনাদের জন্য ২ লাখ ১৬ হাজার খাবার প্যাকেট নিয়ে ওমানে উড়াল দেয়।

চলতি বছরের আগস্টে ফের এ ধরনের বিমান উৎপাদনের লক্ষ্যে বিমানের নির্মাতা প্রতিষ্ঠান ‘এ্যারোস্পেস ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না’ ও হংকংয়ের একটি আমদানি-রপ্তানি প্রতিষ্ঠান যৌথ চুক্তি করে।



এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh