• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লাহোরে সেনা এলাকায় বিস্ফোরণ, নিহত ৮

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০০

পাকিস্তানের লাহোরের সেনা এলাকায় বোমা বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৫ জন। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানের গনমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার দুপুরে লাহোরের সেনা এলাকার ওয়াই ব্লকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া শহরের গুলবার্গ এলাকায় আরো একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পাঞ্জাব পুলিশের মুখপাত্র নায়াব হায়দার বলেন, এটা বোমা বিস্ফোরণ ছিলো।

প্রায় ১০ কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছিলো বোমাটিতে।

উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

বিস্ফোরণ স্থানটি শহরের একটি ব্যস্ততম এলাকা বলে জানা গেছে।

এখানে অনেক ব্যবসায়িক ভবন এবং খাবারের দোকান রয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণের কারণে আশেপাশের কয়েকটি ভবনে ধোঁয়া উড়ছে। সে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে ১শ’ ফুট দূরে থাকা গাড়িগুলোও। আশেপাশের ভবনের বাসিন্দারা ভয়ে রাস্তায় চলে আসেন।



এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh