• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্কুলছাত্রীকে অঙ্ক করে দিলো পুলিশ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৫

অঙ্ক সমাধান করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশের সহায়তা নিলো ১০ বছর বয়সী প্রাথমিক স্কুলের ছাত্রী।

যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের স্কুলছাত্রী লেনা ড্রাপা বাড়ির কাজ সমাধান করতে না পেরে ম্যারিয়ন পুলিশ ডিপার্টমেন্টের সহযোগিতা চায় সে। লেনার অনুরোধ উপেক্ষা না করে পুলিশের পক্ষ থেকে লেফট্যান্টেন বিজে গ্রুবার সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে অঙ্কের সমাধানটি করে দেন। খবর টেলিগ্রাফের।

বিষয়টি জানাজানি হলে, ফেসবুকে তা ভাইরাল হয়। এসময় পুলিশকে ধন্যবাদ জানান অনেকে।

তবে লেনার অঙ্কের সমাধানের প্রথমটির উত্তর সঠিক হলেও অনেকেই দ্বিতীয়টির উত্তর ভুল বলে দাবি করেছে।

মেয়েকে সাহায্য করায় নিজ ফেসবুক টাইমলাইনে পুলিশ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানান লেনার মা মলি ড্রাপা।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh