• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

লিবিয়ার সাগরতীরে ৮৭ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪৬

লিবিয়ার সমুদ্রের তীরে ভেসে এসেছে ৮৭ জন আফ্রিকান অভিবাসীর মরদেহ। ধারণা করা হচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাবার পথে নৌকাডুবির শিকার হন তারা।

দেশটির জাবিয়া শহরের কাছে এ মরদেহগুলো পাওয়া যায়। এদের মধ্যে বেশকিছু শিশুও রয়েছে।
মরদেহগুলোর কাছাকাছি একটি ছেঁড়া রাবারের নৌকা পাওয়া গেছে। মৃত ব্যক্তিরা নৌকায় ইতালি যাবার চেষ্টায় করছিলো বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আশেপাশে আরো কিছু মরদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদেহগুলো কবর দেবার জন্য ত্রিপোলিতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গেলো কয়েক মাসে অবৈধভাবে ইউরোপে যাবার চেষ্টায় রেকর্ড পরিমাণ অভিবাসী মারা গেছেন। গেলো বছর এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার চেষ্টা করতে গিয়ে নৌকা ডুবে মারা যান কমপক্ষে ৫ হাজার অভিবাসী।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh