• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

অভিবাসী তাড়ানোর নতুন পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩২

আমেরিকার অবৈধ অভিবাসীদের তাড়ানোর নতুন পরিকল্পনা প্রকাশ করলো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। খুব তাড়াতাড়ি এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে। আর এ পরিকল্পনার প্রথম শিকার হবেন অপরাধে জড়িত থাকার রেকর্ড থাকা অবৈধ অভিবাসীরা।

ট্রাফিক আইন ভঙ্গ, দোকান থেকে জিনিস চুরি করা, সরকারি সুযোগ-সুবিধা অপব্যবহারসহ যে কোন লঘু অপরাধও এ পরিকল্পনার আওতায় পড়বে।

যেকোন অভিবাসী এ ধরনের অপরাধ করলে, এজেন্টরা তাকে গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। নতুন এ পরিকল্পনা অনুসারে যুক্তরাষ্ট্রে থাকা ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর সবাই এর আওতায় পড়বেন।

এ পদ্ধতি কার্যকর করতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে নিয়োগ দিতে হবে আরো ১০ হাজার কর্মী। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, অভিবাসন আইন লঙ্ঘনকারী সবাই এ পদক্ষেপ বাস্তবায়নের প্রক্রিয়ায় পড়তে পারেন। শাস্তি হিসেবে থাকবে বহিষ্কারের ব্যবস্থাও।
যদিও ওবামা প্রশাসনের সময়কালে গুরুতর অপরাধ এবং সীমান্তে ধরা পড়াদের জন্য বহিষ্কার আদেশ রাখা হয়েছিল। যা পুরোপুরি উল্টে দিলেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh