• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চোর স্পাইডারম্যান

অনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৯

মুভিতে দেখা স্পাইডারম্যান মানুষের মঙ্গলে কাজ করেন আর ফ্রান্সে এমন এক স্পাইডারম্যানের খোঁজ মিলেছে যিনি পেশায় চোর।

প্যারিসের মিউজিয়াম অব মডার্ন আর্ট থেকে ৫ চিত্রকর্ম চুরির অভিযোগে এ চোর স্পাইডারম্যানকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

তার প্রকৃত নাম ভিজেরান টমিক। তার দু’জন সহকারিকেও দণ্ড দেয়া হয়েছে।কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে চুরি যাওয়া ছবিগুলোর দামের সমপরিমাণ অর্থ, ১১ কোটি ডলার জরিমানা করা হয়েছে।

২০১১ সালে গ্রেপ্তার হবার পর টমিক বলেছিলেন, তিনি মার্টিস, পিকাসো, ব্রাক, লিজি ও মডিগলিয়ানির আঁকা ছবি চুরি করেছেন।

তিনি পুলিশকে আরো জানান, তিনি মিউজিয়ামের নিরাপত্তাবেষ্টনী ভেঙে সেখানে ঢুকেছিলেন ফরাসি চিত্রকর ফার্নান্দ লিজি'র আঁকা একটি ছবি চুরির জন্য। কিন্তু এরপর মি. টমিক যখন দেখলেন অ্যালার্ম বাজেনি, তখন তিনি আরো চারটি ছবি চুরির সিদ্ধান্ত নেন, কারণ সে ছবিগুলো তার পছন্দ ছিল। চুরি যাওয়া ছবিগুলো এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।

৪৯ বছর বয়সী টমিক প্যারিসের বিলাসবহুল বহুতল ভবন বেয়ে বেয়ে উঠে যেতে পারতেন, আর এ কারণেই তার নাম হয় 'স্পাইডারম্যান'।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh