• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হবেন ম্যাকমাস্টার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২৪

আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এইচ. আর. ম্যাকমাস্টারের নাম ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাপ। গেলো সপ্তাহে রুশ-সম্পৃক্ততার অভিযোগে পদত্যাগে বাধ্য হওয়া মাইকেল ফ্লিনের স্থলাভিসিক্ত হবেন এ সেনা কর্মকর্তা।

ম্যাকমাস্টার বিভিন্ন বিভাগ ও নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদে অংশ নেবেন। দায়িত্ব পেয়ে মার্কিনীদের স্বার্থরক্ষার প্রতিশ্রুতি দেন তিনি।

২০১৪ সালে টাইম ম্যাগাজিনের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় তার নাম ছিলো। তিনি কাজ করেছেন ইরাক ও আফগানিস্তান যুদ্ধে। ইরাকযুদ্ধে একটি ছোট্ট সেনাদল নিয়ে ইরাকি রিপাবলিকান গার্ডের বিশাল বাহিনীর মোকাবেলার স্বীকৃতিস্বরূপ অর্জন করেন মর্যাদাপূর্ণ ‘সিলভার স্টার’ পুরস্কার।

পিএইচডি ডিগ্রীধারী ম্যাকমাস্টার বই লিখেছেন ভিয়েতনাম যুদ্ধ ও সেনাবাহিনীর কর্মকান্ড নিয়ে। যা সেনাবাহিনী ও রাজনীতিতে তার প্রভাব বাড়িয়েছে বলে ধারণা বিশ্লেষকদের।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh