• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারে ফের রোহিঙ্গা-সেনাবাহিনী সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪২

ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়েছে স্থানীয় রোহিঙ্গা জনগোষ্ঠীর। তবে হতাহতের সঠিক কোন খবর জানা যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শনিবার রাতে মিয়ানমার স্টেট কাউন্সিলর অফিসের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের-মিয়ানমার সীমান্তে অস্ত্রধারী গ্রুপের সঙ্গে সৈন্যদের সংঘর্ষে দু’জন সৈন্য আহত হন। কালো পোশাক পরা অস্ত্রধারীরা সংখ্যায় প্রায় ৩০ জন ছিলেন বলে জানানো হয় বিবৃতিতে।

গেলো সপ্তাহে মিয়ানমার সরকার দাবি করে, রাখাইন রাজ্যের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। সে সঙ্গে রোহিঙ্গা মুসলমানদের ওপর চার মাসের নিরাপত্তা অভিযান সমাপ্ত হবারও ঘোষণা দেয়া হয়। নতুন সংঘর্ষের ঘটনার পরে সরকারের অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।

গেলো বছরের ৯ অক্টোবর একটি নিরাপত্তা চৌকিতে চালানো হামলায় মিয়ানমার পুলিশের ৯ সদস্য নিহত হবার পর সন্ত্রাস দমনের নামে নিরাপত্তা অভিযান শুরু করে মিয়ানমার।

জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, এরপর থেকে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা মুসলিম মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন।

এফএস/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh