• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মসুলে ধরাশায়ী আইএস

অনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৯

ইরাকের মসুলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বড় ধরনের সফলতা পেয়েছে ইরাকের সেনাবাহিনী। ২৪ ঘণ্টার লড়াইয়ে ভারি কামান এবং হেলিকপ্টার গানশিপ ব্যবহার করে অন্তত ৯৩ আইএস কর্মীকে হত্যা করেছে তারা।

শহরের পশ্চিমের বেশ ক’টি গ্রাম দখলের পর বিমানবন্দর পুনরুদ্ধারে এগুচ্ছে সেনাবাহিনী। এরপরই আইএসের সবশেষ ঘাঁটিতে চালানো হবে সর্বাত্মক অভিযান।

তবে অভিযানে আইএসের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে সেনাদের। তাদের লক্ষ্য করে গাড়ি বোমাসহ ড্রোন থেকে বিস্ফোরক ফেলছে আইএস।

এদিকে সেনাবাহিনী-আইএস লড়াইয়ে মসুলে আটকা পড়ে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় সাড়ে ৬ লাখ মানুষ। এদের মধ্যে সাড়ে ৩ লাখই শিশু। জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন।

সংস্থাটির দাবি, খাবার ও পানির অভাবে ঝুঁকিতে আছেন সেখানকার বাসিন্দারা। সে সঙ্গে রয়েছে জ্বালানি ও বিদ্যুৎ সংকটও।

এফএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh