• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ইসলাম সন্ত্রাসবাদের উৎস নয় : অ্যাঞ্জেলা মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৩

ইসলাম ধর্ম সন্ত্রাসবাদের উৎস নয়। বললেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

শনিবার মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে তিনি এ কথা বলেন।

এসময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ বিশ্ব নেতারা উপস্থিত ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭ মুসলিম প্রধান দেশের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার কঠোর সমালোচনাকারী হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন মার্কেল।

কনফারেন্সে ইসলামিক স্টেটের বিরুদ্ধে (আইএস) লড়াইয়ে ইউরোপের অন্য দেশের সঙ্গে রাশিয়ার সুসর্ম্পকের দরকার বলে জানান তিনি।

এছাড়া ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের মতো সংগঠনগুলোকে শক্তিশালী করার আহ্বান জানান।

১৯৬৩ সালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের যাত্রা শুরু হয়৷ ৫ দশক ধরে এ সম্মেলনে বিশ্ব নিরাপত্তা ও শৃঙ্খলার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে৷ এ কনফারেন্সে বাংলাদেশ, পোল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, তুরস্কসহ বিশ্বের ২০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন৷

এছাড়া এ সম্মেলনে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, গ্রীন পিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেবেন৷

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh