• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জেগে উঠলো একমাত্র আগ্নেয়গিরি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩০

জেগে উঠেছে একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি। ভারতের আন্দামান পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আগ্নেয়গিরিটি থেকে ছাই ও লাভা নির্গত হচ্ছে।আর ছাই-এ ছেয়ে গেছে আকাশ।

শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ১৫০ বছর ধরে সুপ্ত থাকার পর ১৯৯১ সালে প্রথম জেগে ওঠে এটি। এরপর থেকে মাঝে মাঝেই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

চলতি বছরের জানুয়ারিতে গবেষণার জন্য ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করে সিএসআইএ-এনআইও’র গবেষক দল। তারপর থেকেই এ আগ্নেয়গিরির ওপর নজর রাখছেন তারা।

এনআইও সূত্র জানায়, শুক্রবারও সারা দিন ধরেই অগ্ন্যুৎপাত হয়েছে। যা ৫ থেকে ১০ মিনিট করে স্থায়ী হচ্ছিল।

ড. অভয় মুধোলকরের নেতৃত্বে একদল গবেষক ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। ওই এলাকায় মাটি ও সমুদ্রের পানির নমুনা সংগ্রহ করেছেন তারা।

আকাশ পরিষ্কার থাকলেও আগ্নেয়গিরির মুখে জমে আছে ঘন মেঘ। তা থেকে আরো কয়েকদিন এ উদগিরণ চলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যটকরা আগ্নেয়গিরিটি দেখতে চাইলে ভারতের বন বিভাগের অনুমতি নিয়ে যেতে পারবেন।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh