• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেগুনী পাখির স্টিকার এখন ভাইরাল

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৪

সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুকের কমেন্ট বক্সে মাথা ঝাঁকানো বেগুনি রংয়ের পাখির স্টিকার এখন ভাইরাল। 'ট্র্যাশ ডাভ' নামের এ অ্যানিমেটেড স্টিাকারটি নিয়ে অনেকেই বিরক্ত আবার অনেকেই এ নিয়ে তৈরি করেছেন নানা ট্রোল।

চলতি বছরের জানুয়ারির ৩১ তারিখে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সিড ওয়াইলার তৈরি করেন বড় চোখের ঘুঘু পাখির অ্যানিমেটেড এ স্টিকারটি। তিনি সফটওয়্যার কোম্পানি অ্যাডোবির ক্রিয়েটিভ রেসিডেন্স।

স্টিাকারগুলোতে ঘুঘু পাখিটি পিৎজা ও পাউরুটি নিয়ে বিভিন্ন অঙ্গ ভঙ্গি করছে। এতে আরো দেখা যায় পাখিটির চোখ থেকে পানি বের হচ্ছে। এর মধ্যে সবচে’ বেশি জনপ্রিয় হয়েছে এবং বিরক্তির কারণ হয়েছে দাড়িয়েছে হেড ব্যাঙ্গিং (মাথা ঝাঁকানো) অবস্থার অ্যানিমেশন ইমোজিটি।

গেলো ৭ ফেব্রুয়ারি থাইল্যান্ডের একটি ফেসবুক পেজে বেগুনী এ পাখিটি এবং একটি বিড়ালের অ্যানিমেশন ভিডিও ভাইরাল হয়। পরে ১২ ফেব্রুয়ারি থেকে স্টিকারটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh