• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৪ ফুটের ট্রাম্পকে নিয়ে ইন্টারনেটে ব্যঙ্গ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫০

বিশ্বের এখন সবচেয়ে আলোচিত ব্যক্তি হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে নিয়ে বিশ্বে নানা বিতর্ক। নিজের কাজ এবং কথার জন্য তিনি সব সময় থাকেন গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সেই ট্রাম্পকে নিয়ে এবার নতুন বিতর্ক ইন্টারনেট জগতে। ছ’ফুটের বেশি উচ্চতার ডোনাল্ড ট্রাম্পকে ৪ ফুটের ‘টিনি ট্রাম্প’ এ পরিণত করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

ফটোশপের মাধ্যমে ট্রাম্পের বিভিন্ন ছবি এডিট করে ব্যঙ্গাত্মক রুপ দেয়া হয়েছে। আর সে ‘টিনি ট্রাম্প’ এর ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। অনেকেই মনে করেন পুতিনকেই অনুসরন করেন আমেরিকার এ প্রেসিডেন্ট। তাই তাকে পুতিনের হাতের পুতুল বানিয়ে দেয়া হয়েছে।

হিলারির হাতে পরে নাকাল ক্ষুদে ট্রাম্প। আর তাই চিৎকার করছেন আমেরিকার প্রেসিডেন্ট।

মেলানিয়া ট্রাম্প পথ দেখাচ্ছেন চার ফুট উচ্চতার ডোনাল্ড ট্রাম্পকে।

উচ্চতার ব্যাপক ফারাক। আর তাই ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য হাটু গেঁড়ে বসলেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

নির্বাহী আদেশ সই করছেন আমেরিকার প্রেসিডেন্ট। পাশে দাঁড়িয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। কিন্তু এতো বড় চেয়ারে খুঁজেই পাওয়া যাচ্ছে ট্রাম্পকে।

সেলফি টাইম। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা সেলফি তোলার জন্য কোলে তুলে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে।

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পরে সিএনএনকে বরাবরই মিথ্যা সংবাদ প্রচারের জন্য দায়ী করেছেন তিনি।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পাশে দাঁড়িয়ে ট্রাম্পের ‘থাম্বস্ আপ’।

বিশ্বের অন্যান্য নেতাদের কাছে ট্রাম্পকে খুবই ক্ষুদ্র মনে করেন অনেকেই। তারই প্রতিচ্ছবি এ ছবি।

বিমানবন্দরে অবতরণ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। তাকে ঘিরে রেখেছেন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা ফোনে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু উপদেষ্টাদের ভিড়ে তাকে খুঁজে বের করা কষ্টসাধ্য।


এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh