• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৭২, আইএসের দায় স্বীকার

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪০

পাকিস্তানের সিন্ধু প্রদেশে মাজারে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। লাল শাহবাজ কালান্দার মাজারে চালানো এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

আত্মঘাতী হামলার দায় স্বীকার করে আমাক নিউজ এজেন্সিতে বিবৃতি প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি। বৃহস্পতিবার সন্ধ্যায় শেহওয়ান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সিন্ধু পুলিশ বিবৃতিতে জানায়, ভক্তরা মাজারে জড়ো হলে আত্মঘাতী হামলাকারী তাদের মধ্যে ঢুকে পড়ে। প্রথমে একটি গ্রেনেড ছোড়া হয়। পরে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় তালুকা হাসপাতালের চিকিৎসক মঈনুদ্দিন সিদ্দিকী জানান, বোমা বিস্ফোরণে ৭২ জনের প্রাণহানি ঘটেছে। ১২০ জনের বেশি চিকিৎসাধীন আছেন। মৃতের সংখা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বোমা বিস্ফোরণের পর ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানান, আমরা হতাহতদের পাশে থাকবো।

এফএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh